হারপিক খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন ববি শিক্ষার্থী

প্রকাশের তারিখ: জুন ৬, ২০২২ | ৫:০৭ অপরাহ্ণ

বাণী ডেস্ক।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। ঐ শিক্ষার্থীর নাম প্রবির মিত্র। তিনি কোস্টাল স্টাডিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রবির হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে ৷

প্রবির মিত্রের বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার কড়াপাড়া ইউনিয়নে। সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী৷

নাম প্রকাশে অনিচ্ছুক প্রবিরের এক সহপাঠী জানান, মূলত ওর ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার। প্রথমবার পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স না পেয়ে দ্বিতীয়বার পরীক্ষা দিলেও ১ মার্কের জন্য মেডিকেলে ভর্তি হতে না পেরে মানসিক ভাবে হতাশ থাকতো অধিকাংশ সময়। এরই জের ধরে রোববার (০৫ জুন) সকালে আত্মহত্যার চেষ্টা করে প্রবির। ঘটনা জানতে পেরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করি।

এ বিষয়ে শেরে বাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, পল্লব নামের এক শিক্ষার্থী হিসাবে আমাদের ইউনিটে ভর্তি করি। তৎক্ষণাৎ চিকিৎসা প্রদান করা হয়। এখন কিছুটা উন্নতি হয়েছে। কথাও বলতে পারছে। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। শিক্ষার্থীদের মানসিক সমস্যা সমাধানে সাইকোলোজিস্ট এবং মটিভেশনাল স্পিকার এনে সেমিনার করার কথা চলছে। শিগগিরই এই কার্যক্রম শুরু হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host