বাদলপাড়ায় দেড়শতাধিক চোখের রোগীকে ফ্রি চিকিৎসা

প্রকাশের তারিখ: জুন ৮, ২০২২ | ৬:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাকেরগঞ্জের বাদলপাড়ায় দেড়শতাধিক চোখের রোগীকে ফ্রি কনসালটেন্সি, পরীক্ষা-নীরিক্ষ, চিকিৎসাপত্র প্রদান এবং ২৫ জন রোগীকে বিদেশী লেন্স ও ঔষধ সহ সম্পূর্ণ ফ্রি ছানি অপারেশন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পশ্চিম বাদলপাড়া নিমতলায় দিন ব্যাপী এই ক্যাম্প চলে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক ডা. এস এম ইকবালুর রহমান সেলিমের উদ্যোগে এই ক্যাম্প হয়।
এর সার্বিক তত্বাবধানে ছিলেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ। সার্বিক সহযোগীতা করেন চরামদ্দির ইউপি সদস্য মাহাবুব সিকদার রাজা এবং সিকদার মেডিকেল হলের মালিক মঈনুদ্দিন বাদশা। ক্যাম্পটি পরিচালনা করেন বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল।
সারাদিন রোগী দেখা শেষে অপারেটিভ রোগীদেরকে বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে তাদের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. সেলিনা ইফাত মুন্নি, উপ-ব্যবস্থাপক মোঃ মাইনুল ইসলাম, সিনিয়র অফিসার গাজী মোঃ ইমরান সহ প্রায় ১০ জন স্টাফ নার্স ও কর্মর্তাদের একটি টিম ক্যাম্পে দায়িত্ব পালন করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host