বুড়িগঙ্গায় ৫০ যাত্রী নিয়ে লঞ্চডুবি, যাত্রী নিখোঁজ

প্রকাশের তারিখ: জুন ২৯, ২০২০ | ১১:০৮ পূর্বাহ্ণ

রাজধানীর শ্যামবাজার ফরাসগঞ্জ সংলগ্ন বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনা ঘটেছে। মর্নিং বার্ড নামে লঞ্চটিতে অর্ধশত যাত্রী ছিল। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, ময়ুর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয়রা জানান, ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host