বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহানবী (সা:) কে নিয়ে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের তারিখ: জুন ৯, ২০২২ | ৬:৩৪ অপরাহ্ণ

বাণী ডেস্ক।।
ইসলামের নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র কর্তৃক অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়কের গোল চত্বর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী( সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবী জানান।

মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীদের মধ্য হতে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী খাজা আহমেদ বলেন, মুসলিমদের চিন্তা-চেতনায় আঘাত করা কোনভাবেই কাম্য নয়, মহানবী (সা) কে নিয়ে বিদ্রুপ করা মুসলিমরা কখনোই মেনে নিবে না।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহিন মাহমুদ জানান, সারাবিশ্বব্যাপি মুসলমানদের প্রতিবাদী কার্যক্রম আসলে মহানবী সা এর প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশের সর্বস্তরের মানুষকে বিশ্বনবীর সম্মানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, হযরত মুহাম্মদ সা.আমাদের সর্বোচ্চ নেতা এবং আমাদের সম্মানের ও ভালোবাসার জায়গা। তাকে কটাক্ষ করে কথা বলা আমরা কোনোভাবেই সহ্য করবো না। আমরা বাংলাদেশ সরকারের প্রতি উদ্ব্যর্থ আহ্বান জানাই তারা যেন অতি শীগ্রই রাষ্টীয়ভাবে এর প্রতিবাদ জানায়।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host