বাকেরগঞ্জে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের জেল

প্রকাশের তারিখ: জুন ১০, ২০২২ | ৪:৫৫ অপরাহ্ণ

আইন আদালত।।
বরিশালে হত্যার অভিযোগে ৪ জনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টি এম মুসা এই রায় দেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আদাল‌তের পি‌পি লস্কর নূরুল হক।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাকডাল গ্রামের জালাল হাওলাদারের ছেলে লিটন হাওলাদার, বশির হাওলাদার, নান্নু হাওলাদার ও লিটন হাওলাদারের ছেলে মিজান হাওলাদার।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ অক্টোবর ভোরে বরিশালের বাকেরগঞ্জ থানার ৭ নম্বর কবাই ইউনিয়নের উত্তর কবাই বাজারের কারখানা নদীর পাড় থেকে মামলার বাদী রসনা বেগ‌মের ছেলে সমীর সিকদার‌কে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম করে আসামিরা। এরপর কারখানা নদীতে ফেলে দেন। পরের দিন ১৭ অক্টোবর বাদীর ছেলের মরদেহ নদীতে ভেসে ওঠে। এঘটনায় ১৭ অক্টোবর মামলা হয়। ২০১৫ সালের ২৯ মার্চ মামলার চার্জশিট দেয় সিআইডি পুলিশের পরিদর্শক সেলিম সরদার।

আদালত ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতে বৃহস্পতিবার এই রায় দেন। প‌রে তা‌দের বিরু‌দ্ধে গ্রেফতারি প‌রোয়ানা জা‌রি ক‌রে আদালত।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host