গলাচিপায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার

প্রকাশের তারিখ: জুন ১২, ২০২২ | ১২:৩৯ অপরাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজলে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম মুন্নি বেগম (৩০)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কলমি ইউনিয়নের মোসলেম প্যাদার মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামীসহ নিহতের শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। নিহত পরিবারের দাবি তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে তার স্বামী। নিহতের স্বজন কবির প্যাদা জানান, তার সঙ্গে সাত বছর আগে তাদের বিবাহ হয়। মুন্নি ও তুহিনের দুটি সন্তান রয়েছে। তুহিন প্রায়ই মুন্নিকে যৌতুকের টাকার জন্য মারধর করত। মুন্নির বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে তুহিনকে ১ লাখ ২৫ হাজার টাকায় একটি মোটরসাইকেল কিনে দেন। কবির প্যাদা আরও বলেন, ৯ জুন বৃহস্পতিবার রাতে একটা ফোন আসে যে মুন্নি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার এক আত্মীয় আমাকে জানান, যে মেয়েটি ৫ ফিট ৭ ইঞ্চি লম্বা সেই মেয়েটি ৫ ফিট ৬ ইঞ্চি উচ্চতার ঘরে আরার সঙ্গে ফাঁস দিতে পারে না। কবির প্যাদা ও রেজাউল প্যাদা বলেন, এটা আত্মহত্যা নয় এটা পরিকল্পিত হত্যা। এটার সঠিক তদন্ত পূর্বক প্রশাসনের কাছে কঠিন বিচার চাই।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host