হাজারীগন্জে ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণের তালিকা যাচাই বাছাই

প্রকাশের তারিখ: জুন ১৪, ২০২২ | ৬:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ জনপদ সাগর পাড়ের ইউনিয়ন হাজারীগন্জে ৯০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ৯০টি ঘর বিতরণের জন্য তালিকা যাচাই বাছাই হয়েছে । ১৪ জুন সকাল এগারোটায় চেয়ারম্যান বাজারস্হ হাজারীগন্জ ইউনিয়ন পরিষদে ভূমিহীন পরিবারের তালিকা যাচাই বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল মতিন। অন্যদের মধ্যে স্হানীয় চেয়ারম্যান মোঃ সেলিম হাওলাদার, আওয়ামীলীগের হাজারীগন্জ সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন মজিব, হাজারীগন্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আলহাজ্ব আবুল কাসেম, চরফ্যাশন প্রেসক্লাবের সন্মানিত সদস্য সাংবাদিক এম লোকমান হোসেন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নান্নু মাতব্বর, ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ জাকির হোসেন, ৫ নং ওয়ার্ডের সদস্য মোঃ ইউছুফ সিকদার ও ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ মহিউদ্দিন হাওলাদার প্রমুখ।
২০০ ভূমিহীন পরিবারের আবেদন যাচাই বাছাই করে ৯০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করার জন্য চূড়ান্ত করা হয়েছে। ঘর পেতে আগ্রহীদের উপচে পড়া ভীর ছিল হাজারীগন্জ ইউনিয়ন পরিষদে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host