বরিশালে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধনী র‌্যালি

প্রকাশের তারিখ: জুন ১৪, ২০২২ | ৬:১৯ অপরাহ্ণ

বাণী ডেস্ক।।
‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ প্রতিপাদ্য নিয়ে দেশে প্রথম বারের মতো ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে বরিশালে উদ্বোধনী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০ টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের উদ্যোগে বের হওয়া র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের শুরুর স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস ও সোহেল মারুফ এবং বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মো. সাইদুর রহমান সহ পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা-কর্মচারী, প্রশিক্ষনার্থী সুপারভাইজার ও গণনাকারীরা অংশগ্রহন করেন। আগামীকাল ১৫ জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা শুরু হয়ে আগামী ২১ জুন শেষ হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host