কাউখালীতে জাতীয় ফল মেলা শুরু

প্রকাশের তারিখ: জুন ১৬, ২০২২ | ৮:৪৩ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা। কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে এ ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট একেএম আব্দুস শহীদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, উপজেলা জেপি সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহাফুজ পায়েল,ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সমাজসেবী আঃ লতিফ খসরুসহ অনান্যরা।মেলায় বিভিন্ন প্রজাতির মৌসুমী ফলের সমারোহ হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host