আমতলীতে ৪৯৬ জন জেলের মাঝে বিশেষ ভিজিএফে’র চাল বিতরণ

প্রকাশের তারিখ: জুন ২৯, ২০২০ | ৪:৩৫ অপরাহ্ণ

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
মৎস্য আহরনে বিরত থাকা বরগুনার আমতলী পৌরসভার ৪৯৬ জন জেলের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ১টায় আমতলী পৌরসভা মিলনায়তনে ৪৯৬ জন জেলের মাঝে জনপ্রতি ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহাবুবুল আলম, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, প্যানেল মেয়র হাবিবুর রহমান মীর, কাউন্সিলর জিএম মুছা, জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, মৎস্য আহরনে বিরত থাকা পৌরসভার ৪৯৬ জন জেলের মাঝে জনপ্রতি ৫৬ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host