“বৃষ্টি এলো মিষ্টি সুরে” — শাহীন খান

প্রকাশের তারিখ: জুন ১৮, ২০২২ | ৯:০৮ অপরাহ্ণ

বৃষ্টি এলো মিষ্টি সুরে
— শাহীন খান

বৃষ্টি এলো মিষ্টি সুরে
চোখ চলে যায় অনেক দূরে
ভিজছে মাঠ ও ঘাট

ভিজছে কাক ও দোয়েল পাখি
থামলো তাদের ডাকাডাকি
ভুলছে খোকন পাঠ।

ভিজছে পথে পথিক শত
গুনগুনাগুন ভ্রমর কতো
ভিজছে ঘাস ও গাছ

গান জুড়ে দেয় ব্যাঙের মাসি
করছে ব্যাঙে হাসাহাসি
খেলছে জলে মাছ।

টুপটুপাটুপ টিনের চালে
বৃষ্টি পড়ে পুকুর খালে
ফুটছে বনে ফুল

লিখছে কবি কাব্য ও গান
ভাব এসে যায় খুব অফুরান
গুল মারি না গুল!

রূপকথারা মেলছে ডানা
চলছে দূরে পথ অজানা
মোদের বাড়ি এসো

খেতে দেবো মুড়কি মুড়ি
ভালোবাসার নেই কো জুড়ি
হৃদয় মাঝে মেশো।

লেখক; – কবি, ছড়াকার, গীতিকার, সুরকার ও ঔপন্যাসিক।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host