শ্রমিকের অবদান            —   লোকমান  তালুকদার 

প্রকাশের তারিখ: জুন ২০, ২০২২ | ৪:৫৯ অপরাহ্ণ

                 
শ্রম নির্ভর  করে আল্লাহ্ প্রতিটি  মানুষকে করেছে সৃষ্টি,
কোরআন সুন্নাহ দিয়েছেন শ্রমিকের প্রতি ন‍্যায‍্য অধিকারের দৃষ্টি।
সমাজ সাংস্কৃতি ও সভ‍্যতা বিনির্মানে শ্রমজীবী মানুষের কিছু উদাহরণ,
মানুষের নৈতিক চাহিদা পুরনে সংগ্রহ করে শ্রমিক,সকল উপকরণ।
বনি আদমের আহার জোটাতে শ্রম দেয়, কৃষক শ্রমিক,
ক্ষেতে খামারে ঘাম ঝড়িয়ে করে খাদ্য উৎপাদন,এরাই দেশ প্রেমিক।
মানবের আশ্রয়ের জন্য অট্রালিকা, তৈরী করে বিলাশিতার পন‍্য,
শ্রমিকেরাই তৈরী করে সড়ক, রেললাইন, বিমানবন্দর পৃথিবী হয় ধন্য।
উজ্জ্বল আলো ছড়াত বিদ‍্যুৎ সম্প্রসারণে ভাবছোকি শ্রমিকের অবদান,
শ্রমিক না থাকলে পৃথিবীর সুন্দর্য‍্য হয়ে যেতো সব ম্লান।
মাটি খুরে খনি থেকে স্বর্ন,তামা,কয়লা  উত্তোলন করে ইউরেনিয়াম,
চিনের প্রাচীর তৈরীতে ঝড়েছে মজলুম শ্রমিকের ঘাম ।
মিশরের পিরমিড, সাংস্কৃতির ঐতিহ্য  মানব সভ‍্যতার প্রতিক।
আগ্রার তাজমহল, বুর্জখলিফায় অবদান রেখেছে শ্রমীক।
ক্ষমতাদর্পী মানুষের বিলাসিতা আর আখাঙ্খা পুরনের জন্য,
তাদের  জীবন প্রণালিকে সুগম করতে প্রয়োজন শ্রমিকেরই পন্য।
তোমার মেধা,বুদ্ধি,অর্থ,সম্পদ যদি করতে চাও সচল,
শ্রমিক ছাড়া আসবেনা কাজে, হইবে সব বিফল।
শ্রমিকের হাড় ভাংগা শ্রমে গড়ে উঠেছে সুরম‍্য প্রাসাদ,
তুমি থাকো আরাম আয়েশে  শ্রমিক করিতেছে দুনিয়া আবাদ।
শ্রমিকের কষ্টের বিনিময়ে উন্নয়ন, জালাও রঙ্গিন বাতি,
কেনো আজ নিপীড়িত,নির্যাতিত,বঞ্চিত,শোষিত শ্রমিক জাতি।
মনুষ বলতে শ্রমজীবী এটা আল্লাহর বাণী,শুধু জ্ঞানের ব‍্যবদান,
অধিকার আদায়ে আমারা হবো স্বোচ্ছার প্রয়োজনে দিবো প্রান।
শোষণ, নিপীড়ন, নর্যাতন থেকে মুক্তির জন্য এনেছি স্বাধীনতা,
আজ স্বৈরাচারের যাতা কলে পিষ্ট শ্রমিক,নেই কোনো মানবতা।
আমারা শ্রমিক রবের সৃষ্টি  থাকিবনা আর নিরব,
কারো চাইনা করুনা, সাথে আছে �

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host