চাঁদার টাকা না দেওয়ায় মেহেন্দিগঞ্জে যুবককে মারধরের অভিযোগ!

প্রকাশের তারিখ: জুন ২০, ২০২২ | ৮:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জ পাতারহাটে চাঁদাবাজির ৫০হাজার টাকা দিতে অস্বীকার করায় মোঃ আলমগীর হাওলাদার (৪৫) নামের এক যুবককে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত আনুমানিক সাড়ে আট টায় মাসুদ মিয়ার বাড়ির সামনে ডেকে নিয়ে এ হামলা চালানো হয়। আহত যুবক ওই থানার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর সিন্নির চড় গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আলমগীর অভিযোগ করে বলেন, একই এলাকার বাসিন্দা মৃত তৌফেল চৌকিদারের ছেলে জুলহাস চৌকিদার ও তার বাহিনীরা আলমগীর এর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আহত আলমগীর হাওলাদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে যায় সন্ত্রাসী বাহিনীরা। ঘটনার দিন মুছা বয়াতির নেতৃত্বে জুলহাস চৌকিদার, ওমর চৌকিদার, ইমরান সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আলমগীর হাওলাদের উপরে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে কপালে ও বাম কান সহ সারা শরিলে নীলা ফুলা জখম হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরও জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host