ভোলায় ঝুঁকিপূর্ণ সিলিন্ডারযুক্ত যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান: ৪ সিএনজি জব্দ।

প্রকাশের তারিখ: জুন ২০, ২০২২ | ৯:৫৯ অপরাহ্ণ

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ভোলা জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারযুক্ত যানবাহন চলাচল অধিকতর বৃদ্ধি পেয়েছে। বিষয়টি ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, এর নজরে আসলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রিরতিরোধে সকল থানা ও ট্রাফিক বিভাগকে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ প্রদান করেন।

তারই ধারাবাহিকতায় আজ সোমবার (২০ জুন) ভোলা সদর ট্রাফিক বিভাগ ঝুঁকিপূর্ণ সিলিন্ডার যুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ০৪টি সিএনজি আটক করেন। আটককৃত বাহন থেকে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার অপসারন করা হয় এবং পরবর্তিতে সড়ক মহাসড়কে এ ধরনের যানবাহন চালকদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

পুলিশ সুপার যাত্রী ও চালকদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষায় ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহৃত যানবাহনে চলাচলে অনুৎসাহিত করেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য জেলার ট্রাফিক বিভাগ ও থানা সমুহকে নির্দেশনা প্রদান করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host