যাত্রীদের সাথে সুন্দর আচরণ করতে হবে: মোটরসাইকেল-অটো চালকদের নির্দেশনা

প্রকাশের তারিখ: জুন ২১, ২০২২ | ১২:৩০ পূর্বাহ্ণ

বরিশাল বাণী: ভাড়া মোটরসাইকেল চালক ও অটোরিক্সা চালকদেরকে যাত্রীদের সাথে সুন্দর ও সম্মানসূচক আচরণের নির্দেশনা দিলেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন। তিনি বলেন, কোন অবস্থাতেই একজন যাত্রীর সাথে অসদারচরণ করা যাবেনা। তাছাড়া ভালোভাবে গাড়ি চালানো ও সড়কের সকল নিয়মনীতি মেনে গাড়ি চালানোর নির্দেশনাও প্রদান করেন তিনি।
গতকাল সোমবার বাকেরগঞ্জ থানার কমফারেন্স রুমে ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে তিনি এসব পরামর্শ দেন। তাছাড়া সোস্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, জমি সংক্রান্ত সহিংসতা রোধ, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও মাদক বিরোধী বিট পুলিশিং বিষয়েও আলোচনা হয়।
বাকেরগঞ্জ থানা ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলনের সভাপতিত্বে ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা জামে মসজিদের মোয়াজ্জেম মোঃ নূর হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, সাংবাদিক উত্তম দাস, আলফা-মাহিন্দ্রা মালিক ও চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রিপন হাওলাদার, শ্রমিক নেতা রফিকুল ইসলাম নান্নু, রাজু প্রমূখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host