বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি (তদন্ত) মমিন উদ্দীন

প্রকাশের তারিখ: জুন ২৩, ২০২২ | ১১:৪২ অপরাহ্ণ

বরিশাল বাণী:  বরিশাল জেলার শ্রেষ্ঠ (ওসি তদন্ত) সম্মাননা পেলেন উজিরপুর মডেল থানার (ওসি তদন্ত) মো. মমিন উদ্দীন। বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল ৫টার দিকে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় এর হলরুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে  পুলিশ সুপার (সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো.মারুফ হোসেন (পিপিএম) সভাপতিত্ব করেন।  সভায় উর্ধ্বতন কর্মকর্তাদের সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে ও মাসিক অপরাধ সভায় ২০২২ সালের মে মাসে মামলা তদন্ত অপরাধ নিয়ন্ত্রন সহ সকল বিষয় বিবেচনায় জেলা শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মো.শাজাহান হোসেন, সহকারী পুলিশ সুপার(উজিরপুর সার্কেল) আবু জাফর মোঃ রহমত উল্লাহ,ও বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি (তদন্ত) মো.মমিন উদ্দীন বলেন, বরিশাল জেলা পুলিশ সুপার মো.মারুফ হোসেন (পিপিএম) স্যারের দিক নির্দেশনায় এবং উজিরপুর মডেল থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছ। উজিরপুর মডেল থানা এলাকার সব ধরণের অপরাধ নির্মূল করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতায় কামনা করেন।
মো.মমিন উদ্দীন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চররমেশ গ্রামের মো.সিরাজুল ইসলাম এর সুযোগ্য সন্তান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host