কাজীরহাটে পল্লী চিকিৎসক চলে গেলেন না ফেরার দেশে

প্রকাশের তারিখ: জুন ২৯, ২০২০ | ১১:৪৩ অপরাহ্ণ

কাজীরহাট প্রতিনিধি
বরিশালের কাজীরহাট বন্দর সিকদার মেডিকেল হল সত্বাধিকারী পল্লী চিকিৎসক আসলী সন্তোষপুর গ্রামের মৃত পল্লী চিকিৎসক মকবুল কবির সিকদারের ছেলে ফিরোজ মাহম্মুদ সিকদার গত ২৯ জুন রোজ সোমবার দুপুর ১২.৪৫ মিনিটে ঢাকাস্থ একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। (ইন্না লিল্লাহী ওয়া ইনাœ ইলাহে রাজিউন) মৃত্যু কালে বয়স ছিল ৪০ বছর এবং মৃতু কালে স্ত্রী ও ২ কন্যা সন্তান সহ বহু আতিœয়স্বজন রেখে গেছেন। তিনি কয়েকদিন যাবৎ জটিল রোগে ভুগতেছিল শেষে পরিবারের লোকজন ঢাকা নিয়ে যায় অবশেষে হার্ট এ্যাটাক রোগে মৃতু বরন করেন এবং রুহের আতœার মাগফেরাত কামনা করেন। পল্লী চিকিৎসক ফিরোজ মাহম্মুদ সিকদারের মৃতুতে বিভিন্ন মহলের শোক ও বিনয় শ্রাদ্ধা জানান কাজীরহাট বাজার বণিক সমিতির সকল সদস্য বৃন্দ, কাজীরহাট প্রেস ক্লাব, কাজীরহাট জামে মসজিদ কমিটি ও মুসুল্লিগন, কাজীরহাট মুক্তিযোদ্ধা সংগঠন, কাজীরহাট বাজার ব্যবসায়ী মহল ও কাজীরহাট পল্লী চিকিৎসকগন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবিন্দ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host