বেতাগীতে ড্রেজারের পাইপ চুরি করতে গিয়ে আটক দুই

প্রকাশের তারিখ: জুন ২৮, ২০২২ | ১০:৫৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক।।
বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ডিসিরহাট বাজারে মেসার্স মৃধা ট্রেডার্স এর আনলোড ড্রেজার থেকে ৫৪ টি পাইপ চুরি হওয়ার সময় মোঃমতিউর রহমান (মতি) পিতা মৃত্যু মোঃহুরু ডিলার, ও তার দুই সহযোগী মোঃসোহাগ সিকদার পিতা মোঃসোবাহান সিকদার, মোঃনাঈম হাওলাদার পিতা,বাদল হাওলাদার,
চুরি হওয়া পাইপ ঠেলাগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজনের কাছে হাতেনাতে ধরা পরে।

এবং ঘটনাস্থল থেকে মতিউর রহমান (মতি) পালিয়ে যায় ও তার দুইসহযোগীকে ধরে ড্রেজার মালিকের কাছে তুলে দেন।

এবিষয় জানতে মেসার্স মৃধা ট্রেডার্স ড্রেজার এর মালিক মোঃবেল্লাল মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ডিসিরহাট এলাকায় কিছুদিন জাবত ড্রেজার দিয়ে বালু ফালাইতেছি কিন্তু গত (২৬ জুন ২০২২)ইং তারিখে আমার বালু না থাকায় ড্রেজারের পাইপ গুলি খালি ছিল সেই সুযোগে মতিউর রহমান তার দল নিয়ে রবিবার রাত আনুমানিক ২ ঘটিকার সময় আমার ৫৪ টি পাইপ চুরি করে যা এলাকার লোক টের পেলে তাদেরকে হাতেনাতে ধরে ও আমাকে খবর দেয় আমি ঘটনাস্থলে গিয়ে তাদের দেখতে পেয়ে বেতাগী থানার এসআই সাহাবুদ্দিন এর কাছে ফোন করি ও মতির দুই সহযোগীকে তার হাতে তুলে দেই।

এবিষয় মতিউর রহমান(মতি) এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমিও বালুর ব্যবসা করি তাই কে বা কাহারা এই পাইপ চুরি করেছে তা আমি জানি না,আমি যাতে বলুর ব্যবসা না করতে পারি সেজন্যই আমাকে তারা চোর দাবি করছে। এবিষয় আমি কিছুই জানি না, তবে শুনেছি যে আমার সাথে যে দুইটা ছেলে বালুর কাজ করতো তারা নাকি ৩ টা ভাঙ্গা পাইপ নিয়েছে।

বেতাগী থানার এসআই সাহাবুদ্দিন এর কাছে জানতে তাকে একাদিক বার ফোন করেও পাওয়া যায়নি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host