মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে জখম।

প্রকাশের তারিখ: জুন ২৮, ২০২২ | ১১:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক।। মেহেন্দিগঞ্জ পৌরসভার দূর্গাপুর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গৃহবধূ দিপিকা মজুমদার (২৩) কে পিছিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা জানান, দূর্গাপুর গ্রামের বাসিন্দা শ্রীকৃষ্ণ দাস,পলাশ দাস,শংকর দাস,রিপন দাস গংদের সাথে গোবিন্দ চন্দ্র শীল গংদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকাল সাড়ে ৫ টার সময় কথা কাটাকাটি হলে পলাশ দাস গংরা লাঠিসোটা দিয়ে গোবিন্দ চন্দ্র শীল এর স্ত্রী দিপিকা মজুমদারের উপর এলোপাতাড়ি হামলা চালায়। দিপিকা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। তাৎক্ষণিক বিষয়টি মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ শফিকুল ইসলামকে লিখিতভাবে অভিযোগ করা হলে ওসি কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ আহত পরিবারের। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। মেহেন্দিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল বলেন, আমি নিজে থানায় গিয়ে ওসি সাহেবকে বিষয়টি অবগত করেছি কিন্তু ১২ ঘন্টা পেরিয়ে গেলেও তিনি কোন ব্যবস্থাগ্রহণ করেননি, এটি বড়ই দুঃখজনক। এবিষয়ে এএসপি সার্কেল মোঃ বাবুল আক্তার বলেন, আমি এখনি বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host