দশমিনায় চাঞ্চল্যকর রমেন আত্মহত্যায় মুল আসামী নিজামসহ গ্রেপ্তার-৫

প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২২ | ৫:২৪ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালীর দশমিনায় চাঞ্চল্যকর রমেন আত্মহত্যায় প্ররোচনা মামলায় প্রধান আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকা থেকে ওই মামলার চার আসামীকে গ্রেপ্তার করা হয়। এর আগে নারায়ণগঞ্জ থেকে দশমিনা থানা পুলিশ ও র‌্যাব-১১ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মামলার মূল আসামী নিজামকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত মূল আসামী নিজাম (৪৫) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপুর গ্রামের নুরু খাঁনের ছেলে। মামলার গ্রেপ্তারকৃত অপর আসামীরা পটুয়াখালী সদর উপজেলার পৌর শহরের কাঠপট্টি এলাকার খালেক হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদার (২৬), কাদের সিকদারের ছেলে সাইদ সিকদার ওরফে আধার (২৭), শাহজাহান গাজীর ছেলে শাহেদ (২৮) ও আলতাফ মৃধার ছেলে শাহেদ (২৭) । উল্লেখ্য, একজন নারীর সাথে ছবি ও ভিডিও ধারন করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ঘটনায় ব্লাকমেইলের শিকার হয়ে গত ১৯ জুন বিকেলে দশমিনা উপজেলার গোলখালী কাঁচা সড়কের ওপরে বিষপান করে আত্মহত্যার কারেন রমেন ঘরামী(২৮)। ওই ঘটনা স্থানীয়রা মোবাইল ফোনে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি ভাইরাল হয়। ওই রাতেই পটুয়াখালী হাসপাতালে রমেনের মৃত্যু হয়। এ ঘটনায় ২০ জুন রমেনের পিতা রনজিৎ ঘরামী বাদী হয়ে দশমিনা থানায় মামলা দায়ের করেন। দশমিনা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, ওই মামলার এজাহার নামীয় আসামী নিজামকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামীদেরকে পটুয়াখালী শহরের কাঠপট্রি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host