গৌরনদীতে যুবলীগ নেতাকে মারাত্মকভাবে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২২ | ৫:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক।। বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সলিল গুহ পিন্টুকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহত যুবলীগ নেতা সলিল গুহ পিন্টুকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সলিল গুহ পিন্টু বালু উত্তোলন মেশিন দিয়ে বালু তুলে ব্যবসা করে আসছিল। মঙ্গলবার মাহিলাড়া তহসিল অফিসের সামনে ড্রেজারের পাইবের লাইন বসাতে গেলে প্রতিপক্ষ মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢী তার ১০/১২ জন সহযোগীকে নিয়ে পাইপ বসাতে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে যুবলীগ নেতা সলিল গুহ পিন্টুকে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢী অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার ঘটনার সঙ্গে আমার কোন সম্পর্ক নাই। আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। গৌরনদী মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল বলেন, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host