বাউফলে সরকারি কালভাটের মুখ বন্ধ করে সীমানা দেয়াল নির্মাণ

প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২২ | ৯:০৫ অপরাহ্ণ

কামরুল হাসান, স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের পূর্ব দাসপাড়া গ্রামের জলাবদ্ধতা নিরশনের জন্য কালাইয়া, বাউফল ও বগা ডিসি সড়কে পূর্ব দাসপাড়া নেছারিয়া দাখিল মাদ্রাসার কাছে একটি সরকারি কালভাটের মুখ বন্ধ করে দেয়াল নির্মাণ করা হচ্ছে। মাহতাব হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি সীমানা দেয়াল নির্মাণ করছেন। প্রায় এক কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ওই কালভার্টটি নির্মাণ করেন।
জানা গেছে, দাসপাড়া ইউনিয়নের পূর্ব দাসপাড়া গ্রামের ২নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরশনের জন্য সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে ওই সড়কের পূর্ব দাসপাড়া নেছারিয়া দাখিল মাদ্রাসার কাছে একটি কালভার্ট নির্মাণ করা হয়। কয়েকদিন ধরে স্থানীয় মাহতাব হোসেন নামের এক ব্যক্তি কালভার্টটি এক পাশের মুখ বন্ধ করে পাকা সীমানা দেয়াল নির্মাণ করেছেন। এর ফলে পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকার বসতঘর ও আঙিনা তলিয়ে যাচ্ছে । এলাকাবাসী দ্রুত কালভার্টটির বন্ধ মুখ খুলে দিয়ে জলাবদ্ধতা নিরশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সীমানা দেয়াল নির্মাতা মাহাতাব হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার রেকর্ডীয় সম্পত্তিতে আমি স্থাপনা নির্মাণ করতেই পারি, তারপরেও আমি সরকারের সংশ্লিষ্ট দফতরকে অবহিত করে সীমানা প্রাচীরের নির্মাণ কাজ করছি।’
এব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় তহশিলদারকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host