শিক্ষক হত্যা ও লাঞ্ছনার বিচারের দাবিতে কাউখালীতে শিক্ষকদের মানববন্ধন

প্রকাশের তারিখ: জুলাই ২, ২০২২ | ৩:৩৩ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ শিক্ষক হত্যা ও শিক্ষককে লাঞ্ছনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ করেছেন কাউখালীর শিক্ষকরা।শনিবার (২ জুলাই) দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে মুজিব চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার চক্রবর্তী, সহ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস,সহ সভাপতি নান্না মিয়া,জহিরুল ইসলাম,বাবুল,রাসেল, আনসার উদ্দিন প্রমুখ। মানববন্ধনে শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ সভাপতি সুনিল কুন্ডু,শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু।
এসময় বক্তারা, ঢাকার সাভারে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার বিচারসহ সব শিক্ষক লাঞ্ছনা ও নির্যাতনে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ পদক্ষেপ নিতে রাষ্ট্রয়ী কর্তৃপক্ষকে আহবান জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host