জনস্বার্থ সাংবাদিকতায় পুরস্কার পেলেন গলাচিপার কৃতি সন্তান একাত্তরের পারভেজ রেজা

প্রকাশের তারিখ: জুলাই ৩, ২০২২ | ৬:৩৯ অপরাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ সম্প্রচার সাংবাদিকদের একমাত্র সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) তৃতীয় সম্প্রচার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় জনস্বার্থ সাংবাদিকতা ও সাংবাদিকতার সুরক্ষা প্রতিপাদ্যে বাংলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এবার সম্মেলনে প্রথমবারের মতো পাঁচটি ক্যাটাগরিতে ‘বিজেসি অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়। ক্যাটাগরিগুলো হলো- সেরা জনস্বার্থ সাংবাদিকতা, সেরা চিত্রগ্রহণ (খবর), সেরা এনসিএ ভিডিও সম্পাদনা, সেরা এনসিএ অনুষ্ঠান প্রযোজনা ও সেরা এনসিএ অনুষ্ঠান সঞ্চালনা।

সেরা জনস্বার্থ সাংবাদিকতায় যৌথভাবে পুরস্কার পেয়েছেন- একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ রেজা ও মোহনা টিভির স্টাফ রিপোর্টার মো. মনিরুল ইসলাম।

সেরা চিত্রগহণে (খবর) পুরস্কার পেয়েছেন- এখন টিভির এটিএম রেজওয়ানুল আলম, সেরা এনসিএ ভিডিও সম্পাদনায় নেক্সাস টিভির অং পুরি মারমা এবং সেরা এনসিএন অনুষ্ঠান প্রযোজনায় মাছরাঙা টিভির সহকারী প্রযোজক অজয় সরকার পুরস্কার পেয়েছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host