বাউফলে বৃদ্ধকে মারধর করে কোরবানীর গরু কেনার টাকা ছিনতাই

প্রকাশের তারিখ: জুলাই ৩, ২০২২ | ৬:৪২ অপরাহ্ণ

কামরুল হাসান, স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর বাউফলে পূর্ব বিরোধের জের ধরে মোঃ ফজলে রাব্বী (৬৫) নামে এক বৃদ্ধকে মারধর করে কোরবানীর গরু কেনার টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে দাশপাড়া ইউনিয়নের চরআলগী–মৈশাদি বান্দের বাজারে এ ঘটনা ঘটে।

আহতের ভাই লিয়াকত হোসেন জানান, তার বড় ভাই ফজলে রাব্বী শনিবার বিকালে কোরবানীর গরু কেনার উদ্দ্যেশে চরআলগী -মৈশাদি বাজারে যান। এ সময়ে একই এলাকার কাশেম আলী মৃধার দুই ছেলে মোঃ নাসির উদ্দিন(৩৫) ও বাবলুর (৩৩) সঙ্গে পূর্বে দায়ের একটি মামলা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল তার ভাইয়ের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে আহত করে এবং কোরবানীর গরু কেনার জন্য তার সঙ্গে থাকা ২ লক্ষ ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে ব্যাপারে বাবলু বলেন, আমি ও আমার ভাই কেউ এ ঘটনার সাথে জড়িত না।

দশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি সালিশ বৈঠক করে মিমাংসা করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host