দেশে রপ্তানি আয়ে রেকর্ড

প্রকাশের তারিখ: জুলাই ৩, ২০২২ | ৭:২৬ অপরাহ্ণ

দেশের রপ্তানি আয়ে সদ্য সমাপ্ত অর্থ বছরে রেকর্ড সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। বলা হয়েছে, ২০২১-২০২২ অর্থ বছরে ৫২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। রবিবার এক পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত অর্থাৎ ২০২১-২২ অর্থ বছরে ৫ হাজার ২০৮ কোটি ৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থ বছরের চেয়ে যা ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। রপ্তানি আয়ের লক্ষ্যমাত্র ছিল ৪ হাজার ৩৫০ কোটি ডলার।

লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৯ দশমিক ৭৩ শতাংশ। ২০২০-২১ অর্থ বছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলার। গত অর্থ বছরে প্রধান পণ্য তৈরির পোশাকের রপ্তানি আয় বেড়েছে ৩৫ শতাংশের বেশি। এদিকে অর্থ বছরের শেষ মাস জুনে একক মাসে রপ্তানি বেড়েছে ৩৭ শতাংশ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host