মিডওয়াইফ চালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: জুলাই ৫, ২০২২ | ৯:০৩ অপরাহ্ণ

 

এম লোকমান হোসেন : সুইডিশ পোস্টকোড ফাউন্ডেশন এর অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোহিতায় ”মিডওয়াইফ চালিত স্বাস্থ্যসেবা” নামক শীর্ষক প্রকল্পের অবহিতকরণ ও পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৪জুলাই) ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ত্রিপাক্ষীয় অংশিদারিত্বের ভিত্তিতে প্রকল্প সফলতায় করনীয় এবং বিভিন্ন পরামর্শ তোলে ধরেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ অলিউল্ল্যাহ। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সকল সদস্যবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিগণ।

সভাটির সঞ্চালনায় ছিলেন প্রকল্পের মেডিকেল এ্যাসিসটেন্ট মোঃ ফারুক হোসেন। প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং মূল বক্তব্য উপস্থাপন করেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব জাকির হোসেন।

প্রকল্পটি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ২টি ইউনিয়ন ও মনপুরা উপজেলার ২টি ইউনিয়নসহ মোট ৪টি দূর্গম ইউনিয়নে বাস্তবায়ন করছে পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (PHD)।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host