আমতলী পৌরসভায় ৪৬২১ জন হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রকাশের তারিখ: জুলাই ৭, ২০২২ | ৫:৩৪ অপরাহ্ণ

হারুন অর রশিদ
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী পৌরসভায় বৃহস্পতিবার সকাল ১১টায় ৪ হাজার ৬ শত ২১ জন হতদরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
আমতলী পৌরসভা চত্ত্বরে ৯টি ওয়ার্ডের ১০ কেজি করে ৪৬২১ জনকে হতদরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়। আমতলী পৌর মেয়র ও আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, ট্যাগ অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম পৌর সভার . কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পৌর সভার মেয়র মোঃমতিয়ার রহমান বলেন আওয়ামী লীগ সরকার জন বান্ধব তাই গরীব দুখি মেহনতী মানুষের জন্য এ বিশেষ ভিজিএফের ব্যবস্থা করে থাকেন। এবছর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০ কেজি করে ৪৬২১ জনকে এ চাল বিতরন করার ব্যবস্থা করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host