৪ ঘণ্টা বন্ধ থাকার পর চরকাউয়া থেকে বাস চলাচল শুরু

প্রকাশের তারিখ: জুলাই ৭, ২০২২ | ৬:১৭ অপরাহ্ণ

বাণী ডেস্ক।।
সমস্যা সামাধানের আশ্বাসে ৪ ঘণ্টা পর বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৭ জুলাই) বেলা দেড়টা থেকে বাস চলাচল শুরু হয় বলে জানিয়েছেন মালিক সমিতির লাইন সম্পাদক মিজানুর রহমান।

তিনি বলেন, নিয়ম না মেনে স্থানীয় প্রভাবে যে গাড়িগুলো অবৈধভাবে চালানো হচ্ছিলো, সেগুলোর ব্যাপারে ঈদের পরে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ওই বাসগুলো চালানো হবে না বলে মালিক সমিতিকে আশ্বস্ত করা হলে বেলা দেড়টা থেকে বাস চলাচল শুরু হয়।

মিজানুর রহমান আরও বলেন, তবে বিকেলের দিকে আবার ওই বাসগুলো নিয়ে ঝামেলা হয়েছে বলে শুনেছি। কিন্তু বাস চলাচল সে পর্যন্ত বন্ধ হয়নি।

এর আগে সকাল সাড়ে ৯ টার পর থেকে বরিশাল সদর উপজেলার চরাকউয়া টার্মিনাল থেকে বরিশাল ও বাকেরগঞ্জের অভ্যন্তরীন ৭টি রুটে বাস চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন মজুমদার।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host