বোরহানউদ্দিনে ৭ বছরের শিশুকে নির্যাতন, দাদি গ্রেফতার

প্রকাশের তারিখ: জুলাই ১০, ২০২২ | ৬:৪২ অপরাহ্ণ

ভোলার বোরহানউদ্দিনে তানিশা (৭) নামের এক শিশুকে নির্যাতনের অভিযোগে দাদি মনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ ৷  বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় দেউলা ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মাঝি বাড়িতে নির্যাতনের এ ঘটনা ঘটে৷
মনোয়ারা বেগম ওই এলাকার মো. ইউনুসের স্ত্রী এবং তানিশার দাদি৷ ঘটনার পর শনিবার রাতে আহত শিশুর মা মোছা. সোনিয়া বেগম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন এবং ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে৷

আহত শিশুর মা সোনিয়া বেগম জানান, ৬ বছর পূর্বে তানিশার বাবা মো. হারুনের সঙ্গে তার ডিভোর্স হয়৷ এরপর থেকে তানিশা আমার কাছে ছিল৷ গত দুই মাস আগে সাবেক স্বামী মো. হারুনের মা মনোয়ারা বেগম তানিশার ভরণপোষণ দিবে বলে আমাদের কাছ থেকে নিয়ে যায়৷ এরপর থেকে বিভিন্ন সময়ে তাকে নির্যাতনের খবর পাই ৷  বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মোবাইল হারানোর অজুহাতে মনোয়ারা বেগম আমার মেয়ে তানিশার মাথার চুল ধরে এলোপাথারীভাবে মাটিতে আছাড় মারেন। লোহার প্লাস দিয়া তানিশার ডান হাতের তর্জনী আঙ্গুল টেনে রক্তাক্ত জখম করে। এতেও শান্ত না হয়ে গাছের সঙ্গে দিনভর বেধে রেখে অত্যাচার নির্যাতন করে। নির্যাতনের চিত্র প্রতিবেশীরা মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করে। আমাকে খবর দিলে আমি গিয়ে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি৷

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত মনোয়ারা বেগমকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে ৷

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host