বরিশালের মাধবপাশায় গৃহবধূর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ!

প্রকাশের তারিখ: জুলাই ১৯, ২০২২ | ১১:৫৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বিমানবন্দর থানাধীন মাধবপাশা এলাকায় মোসাম্মৎ ফাতেমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর উপরে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় খান বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই এলাকার ফুলতলা গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন এর স্ত্রী। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন আহত ফাতেমা বেগম তার আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ার সময় খান বাড়ির সামনে বসে বখাটে সন্ত্রাসী লাল মিরার ছেলে মামুন, মোস্তফা শিকদারের ছেলে রিয়াজ ও মিরাজ সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা ছিনতাইয়ের  উদ্দেশ্যে ফাতেমা বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে কিল ঘুষি মেরে স্বর্ণের চেইন কানের দুল ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি এ হাসপাতালে মহিলার সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও  আহতের স্বজনরা আরও জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host