ভুয়া খতিয়ান খুলে জমি দখল করার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ: জুলাই ২৩, ২০২২ | ৬:৫৩ অপরাহ্ণ

সজ্ঞিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ-ভুয়া খতিয়ান খুলে জমি দখল করার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের চর কপালবেড়া গ্রামে খোরশেদ আলম খান বাড়ির সামনের সড়কে চর কপালবেড়া মৌজার ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের পক্ষে বক্তব্য রাখেন আনোয়ার আলম খান, আব্দুর রব মৃধা, শাহাদাত হোসেন, ফারুক সিকদার, হাফেজ জিয়া উদ্দিন ও ফজলুল হক। মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিদস্যু রহমান মৃধার নেতৃত্বে জাহাঙ্গীর পন্ডিত, আলী আজগর, তরিকুল রহমান, রবিউল পাঠারী, দুলাল খানসহ এদের একটি চক্র চরবিশ্বাস তহসিল অফিস ও উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় চর কপালবেড়া মৌজার ৫৯/৬০ এর ৩ একর বন্দোবস্ত জমি ৮/১২ রেজিস্টার ঘষামাজা করে পূর্বের নাম মুছিয়া নতুন নাম লিখিয়া ভুয়া খতিয়ান খুলিয়া গায়ের জোরে অন্যায়ভাবে জমি দখল করিয়াছে। এছাড়া চক্রটি জাল জালিয়াতি করে শত শত বন্দোবস্তকৃত জমি জোরপূর্বক ভোগদখল করে আসছে। ভুয়া কাগজপত্র বাতিল করে অবিলম্বে প্রকৃত বন্দোবস্ত পাওয়া জমির মালিকরা যাতে তাদের জমি ফেরত পেতে পারেন তার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি গ্রামের মূল সড়ক প্রদক্ষিণ করে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host