মাঙ্কিপক্স নিয়ে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা ডব্লিউএইচও’র

প্রকাশের তারিখ: জুলাই ২৩, ২০২২ | ১০:০১ অপরাহ্ণ

মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।প্রতিবেদনে বলা হয়, মাঙ্কিপক্স নিয়ে ডব্লিউএইচও’র দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত এল। সংস্থার পরিচালক ডক্টর ত্রেদোস আধানম গেব্রেইয়াসুস বলেন, এখন পর্যন্ত ৭৫টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স। এসব দেশে অন্তত ১৬ হাজার মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।তিনি বলেন, এখন পর্যন্ত ভাইরাসটির কারণে ৫ জনের মৃত্যু হয়েছে। যে জরুরি কমিটি মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরী হিসাবে শ্রেণিবদ্ধ করা উচিত কিনা সে বিষয়ে একমত হতে পারেনি।তিনি আরও বলেন, খুব দ্রুত ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে। ডব্লিউএইচও মনে করছে মাঙ্কিপক্স বিশ্বব্যাপী ছড়াতে পারে। তবে সব জায়গায় মারাত্মক পরিস্থিতি নাও হতে পারে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host