চর কুকরি মুকরি বেইজড ট্যুরিজম’ ও ট্যুর গাইড উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: জুলাই ২৩, ২০২২ | ১০:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর কারিগরি সহায়তায় চর কুকরি মুকরি রেস্ট হাউজ প্রশিক্ষণ কক্ষে ৪০ জন প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে ২ দিনব্যাপী কমিউনিটি বেইজড ট্যুরিজম’ ও ট্যুর গাইড উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন এবং শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবু তাহের মুহাম্মদ জাবের(অতিরক্ত সচিব ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার জনাব এরফান আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জনাব আবুল হাসেম মহাজন, চেয়ারম্যান চর কুকরি মুকরি ইউনিয়ন পরিষদ। প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন, জনাব মেজবাউল হক ও জনাব আবুল কালাম আজাদ, প্রশিক্ষক বাংলাদেশ ট্যুরিজম বোর্ড,ঢাকা।অতিথিগন তাদের বক্তৃতায় চর কুকরি মুকরিতে ট্যুরিজমের অপার সম্ভবনা ও ভবিষ্যৎ করনীয় সম্পর্কে প্রশিক্ষনার্থীদের ধারনা প্রদান করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা প্রদান করা হয়।
সার্বিক পরিচালনায়, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ), ইকো-ট্যুরিজম শিল্পের উন্নয়ন প্রকল্প।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host