বরগুনার তালতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘরসহ ৮ দোকান পুরে ছাই

প্রকাশের তারিখ: জুলাই ২৪, ২০২২ | ৬:৫৩ অপরাহ্ণ

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার তালতলীতে শনিবার গভীর রাতে সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরসহ ৮টি দোকান পুরে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪ টায় ফকিরহাট বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তেই তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ঘরসহ ৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে তালতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি সদস্য টুকু সিকদার জানান, ফায়ার সার্ভিস আসতে আসতে আশপাশের ফার্মেসি, হাড়ি পাতিলের দোকান, চায়ের দোকানসহ ৮টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত ফার্মেসি ব্যবসায়ী জাহিদ হাসান ও নাঈম বলেন, অগ্নিকাণ্ডে আমরা সর্বস্বান্ত হয়ে গেছি। আমাদের দুইটি ফার্মেসির সব পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজীব হোসেন বলেন, আমার সব পুরে নিস্ব হয়ে গেছি। আমার লাখ লাখ টাকার কিস্তি কিভাবে দিমু। আমার সংসার আমি কিভাবে চালামু।
ক্ষতিগ্রস্ত হাড়ি পাতিলের ব্যবসায়ী জব্বার বলেন, আমার সব পুঁজি দিয়ে দোকান দিয়েছি। এখন কি খাব, কিভাবে চলব?
এ ব্যাপারে দায়িত্বরত ফায়ার সার্ভিস কর্মকর্তা আহসান হাবিব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত সাপেক্ষে জানা যাবে কেন আগুন লেগেছে।
তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার ঘটনা পরিদর্শন করেছেন। এবং ক্ষতিগ্রস্ত ব্যাবসা প্রতিষ্ঠান মালিক দের সরকারি ভাবে সহায়তা দেয়ার আশ্বাস দেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host