বাবুগঞ্জ বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশের তারিখ: জুলাই ২৪, ২০২২ | ৭:২৬ অপরাহ্ণ

বাণী ডেস্ক।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। রোববার (২৪ জুলাই) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে অজ্ঞাত পরিচয়ের ওই পুরুষ যাত্রীর বয়স আনুমানিক ৫০ বছর হবে বলে জানিয়েছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আব্দুর রহমান।

তিনি জানান, বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে পাঁচ জন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে অজ্ঞাত এক যাত্রী মারা গেছে। চিকিৎসাধীন রয়েছেন আরো ৪ যাত্রী।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল দিদার পরিবহন কোম্পানির বাসটি। অপরদিকে বরিশাল নগরের নথুল্লাবাদ থেকে বাবুগঞ্জের রহমতপুর ব্রিজের উদ্দেশে যাচ্ছিল থ্রি-হুইলারটি। পথিমধ্যে ছয় মাইল এলাকায় বাস ও থ্রি-হুইলারের মধ্যে সংঘর্ষ হয়।

ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host