প্রযোজক মোহাম্মদ আলিম উল্লাহ খোকনকে হত্যার হুমকি

প্রকাশের তারিখ: জুলাই ২৫, ২০২২ | ১১:৪৪ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন (এ আল মামুন), বিনোদন ডেস্কঃ

বাংলা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার (২৫ জুলাই) জিডি করার বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ আলিম উল্লাহ খোকন।

জিডিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, সোহেল রানার বিরুদ্ধে জিডি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি আদালত থেকে জামিনে বেরিয়ে হত্যার হুমকি দিচ্ছেন খোকনকে। জিডি নম্বর ১১৫।

মোহাম্মদ আলিম উল্লাহ খোকন জিডিতে উল্লেখ করেছেন, সোহেল রানা জামিনে বের হয়ে তার নামে দায়ের করা মামলা প্রত্যাহার করার কথা বলে। তা না হলে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়াও কয়েকদিন যাবত অজ্ঞাত লোক তাকে অনুসরণ করছে বলেও উল্লেখ করা হয় জিডিতে।

তিনি আরও জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে কটুক্তি করায় মামলা করা হয় সোহেল রানার বিরুদ্ধে।

আমি ১৯৮৪ সাল থেকে আওয়ামি রাজনীতিতে জরিত।বর্তমানে কানাডা আওয়ামিলিগের কার্যকরী সদস্য।

প্রসঙ্গত, ‘দেশা দ্য লিডার’সহ বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন খোকন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host