নলছিটির ঐতিহ্যবাহী খুলনা জামে মসজিদের কমিটি গঠন ইমাদুল হক সভাপতি, মনির সম্পাদক হেমায়েত ক্যাশিয়ার

প্রকাশের তারিখ: জুলাই ৩০, ২০২২ | ৭:০৭ পূর্বাহ্ণ

নিযস্ব প্রতিবেদকঃ- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী খুলনা নতুন জামে মসজিদের দুই বছর মেয়াদী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ২৯ জুলাই ২০২২ ইং (শুক্রবার) জুম্মার নামাজের পরে মসজিদের শতাধিক মুসল্লী মিলে কমিটি ঘোষণা করেন। এ সময় সর্বসন্মতিক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার, বরিশাল বাণীর সম্মানিত উপদেষ্টা জনাব মুহাম্মাদ ইমাদুল হক ফিরদাউছ প্রিন্সকে সভাপতি, রাজনীতিবিদ মোঃ মনিরুল ইসলাম হাওলাদারকে সাধারণ সম্পাদক এবং টেকেরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হেমায়েত উদ্দিনকে কোষাধ্যক্ষ পদে দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন

সহ সভাপতি মোঃ সোহরাব হোসেন, ইলিয়াছ জোমাদ্দার, হানিফ ব্যাপারী, যুগ্ন সাধারন সম্পাদক তাওহিদুল ইসলাম, জাকির হোসেন, সহঃ ক্যাশিয়ার মোঃ রাসেল হাং, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ হাওলাদার, জামাল হোসেন হাং, মোঃ আমিনুল ইসলাম সালমান, প্রচার সম্পাদক মোঃ নুর জামাল, সামসুল হক (আবিদ), আবু হানিফ হাং, রুহুল আমিন, দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান, শাহ আলম, মাহবুব হাং, নির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হাং, মুনসুর মোল্লা, বারেক হাং, সবুজ হাং, হানিফ মোল্লা, শাহজাহান হাং, জাহাঙ্গীর হাং, জাকির মোল্লা, সুমন হাওলাদার, ফজলুল হক জোমাদ্দার, খলিলুর রহমান, পলাশ হাং, আলাম হাং, আঃ রব হাং, মন্নান হাং, সোহেল হাং, সোহেল মোল্লা, সবুজ হাং, মজিবর বড়মিয়া, হারুন হাং, বেল্লাল হাং, আঃ আজিজ হাং, রুস্তুম মোল্লা, দুলাল হাং, সেরাজ হাং এবং নাসির মোল্লা। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন হাফেজ মোঃ আব্দুল মন্নান, আবুল হোসেন মেম্বার, আব্দুল মজিদ মোল্লা, আঃ বারেক হাং, আঃ হামেদ হাং, হাবিবুর রহমান জোমাদ্দার, বশির মোল্লা এবং চান খাসহ ৪০ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়। পরে নতুন কমিটির সভাপতির কাছে কার্যকরী পরিষদের নামের তালিকা তুলে দরা হয়। এ সময় উপদেষ্টা ৪ জনসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এদিকে আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুল ওহাব সাহেব খুলনার হুজুর (রহঃ) কতৃক ২০১০ সালের ১১ অক্টোবরে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মসজিদটির নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন নলছিটি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ সিদ্দিকুর রহমান এবং নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম মোল্লা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host