মেয়র কামালের মরদেহ বরিশালে আসবে রোববার, দাফন হবে মুসলিম গোরস্থানে

প্রকাশের তারিখ: জুলাই ৩১, ২০২২ | ৮:৩৮ পূর্বাহ্ণ

বাণী ডেস্ক: বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবীব কামাল (৬৮) ইন্তেকাল করেছেন।
শনিবার (৩০ জুলাই) দিনগত রাত ১১টার দিকে ঢাকার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার ছেলে কামরুল আহসান রুপম।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ জানান, সাবেক মেয়র কামাল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। রাতে বাসায় অসুস্থ হয়ে পড়লে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার সাবেক মেয়র কামালের ছেলে কামরুল আহসানের বরাত দিয়ে বলেন, রোববার (৩১ জুলাই) কামালের মরদেহ নিয়ে বরিশাল নগরের কালুশাহ সড়কের বাসভবনের উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে পৌঁছার পর জানাজার সিদ্ধান্ত নেওয়া হবে। জানাজা শেষে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host