ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, নিহত ১

প্রকাশের তারিখ: জুলাই ৩১, ২০২২ | ৬:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক।।
ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মো. আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন। ছয় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ভোলাসদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা বলে জানা গেছে।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শোপন জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শেষে বিক্ষোভ করতে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ টিআর শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এছাড়া পুলিশের গুলিতে আব্দুর রহিম নামে একজন নিহত হন। আহতদের ভোলা সদর ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর হাসপাতালের আরএমও নিরুপম সরকার বলেন, বিএনপি-পুলিশের সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host