‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেল বাংলাদেশ

প্রকাশের তারিখ: আগস্ট ১, ২০২২ | ৮:৫০ অপরাহ্ণ

অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেয়েছে। তুরস্ক প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে এই পুরস্কার দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. ফাতিহ এরবাকান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই পুরস্কার হস্তান্তর করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান।
এর আগে ফাউন্ডেশন আজ জর্জিয়া, তুর্কমেনিস্তান এবং ডি-৮ এরও দায়িত্ব পালনকারী তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নানের কাছে একটি পুরস্কার হিসেবে ক্রেস্ট ও চিঠি হস্তান্তর করে।

সূত্র : বাসস

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host