পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের জাতির জনকের মাজার জিয়ারত

প্রকাশের তারিখ: আগস্ট ৫, ২০২২ | ৮:২৪ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধিঃ- পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন।

৫ আগষ্ট (শুক্রবার) সকাল ৭ টায় পবিপ্রবি থেকে বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। সেখানে তারা জাতির জনকের মাজারে পবিত্র ফাতেহা পাঠ শেষে দোয়া করেন। এরপর তারা মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী বলেন, শুক্রবার দুপুর ১২ টায় অর্ধশতাধিক সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, শুক্রবার বেলা ১১ টায় জাতির পিতার মাজারে যান এবং দুপুর ১২ টায় জাতির জনকের মাজারে ফুল দিয়েছেন। পাশাপাশি মাজারে ফাতেহা ও দোয়া-কালাম পড়ে মোনাজাত করেছেন। এ সময় তারা দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া করেন। বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে বিকাল সাড়ে ৩টায় নেতৃবৃন্দ পবিপ্রবির উদ্দেশ্যে রওয়ানা হয়ে সন্ধ্যা ৭ টায় ক্যাম্পাসে পৌছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host