গলাচিপায় পরিবেশ ও বন-উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: আগস্ট ৮, ২০২২ | ৫:০৭ অপরাহ্ণ

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে বেলা ১১টায় উপজেলা রেঞ্জ কর্মকর্তা ও গলাচিপা রেঞ্জের আয়োজনে সভায়া সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
সভা সঞ্চালনা করেন ও সার্বিক বন উন্নয়ন বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা বন বিভাগ কর্মকর্তা কে, এম মনিরুজ্জামান। সভায় সকল সদস্যদের মতামতের ভিক্তিতে, বিভিন্ন প্রকল্পর আওতায় সৃজিত সামাজিক বন বাগনের উপকার ভোগীদের তালিকা প্রনয়ণ, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের নির্মিত বসত ঘরের আশে পাশে বনায়ন ও বিভিন্ন ধরনের করাত কল, অবৈধ জবর দখল উচ্ছেদসহ নানা বিষয়ে গুরুত্বপূন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিবেশের উন্নয়ন, বন-সৃজনসহ অবৈধ বন-বিভাগের নির্ধারিত জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সহ বাগানের নিরাপত্তা জোরদার করা, কাঠ পাচারদের বিরুদ্ধে সজাগ হওয়ার অনুরোধ করেন। উল্লেখ্য, উপজেলা বন কমিটির সভাপতি ও নির্বাহী অফিসার বলেন, সরকারের বিধি মোতাবেক পরিবেশ ও বন উন্নয়ন বিষয়ে সবকল ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host