চট্টগ্রামে ওজনে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশের তারিখ: আগস্ট ৮, ২০২২ | ৭:৫২ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসন নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা শুরু করেছে।

সোমবার নগরের ৮টি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়। এর মধ্যে ওজনে কম দেওয়ায় দুটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

চান্দগাঁও সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বিএসটিআই ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।
অভিযানে একটি ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৮০ মিলি ও অকটেনের প্রতি ১০ লিটারে ৪৪০ মিলি কম পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে ৫০ হাজার জরিমানা করা হয়। এছাড়াও অপর একটি ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলি কম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, তেলের দাম বৃদ্ধির পর থেকে ফিলিং স্টেশনগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। ফলে জনভোগান্তিও বাড়ছে। তাই ভোগান্তি রোধে অভিযান পরিচালিত হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host