বরিশালে সয়াবিনে ১০ টাকা বেশি লাভ করে জরিমানা দিলেন ২০ হাজার

প্রকাশের তারিখ: আগস্ট ১১, ২০২২ | ৫:১৪ অপরাহ্ণ

বাণী ডেস্ক।।
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে নগরের বাজার রোড, স্ব রোড ও হাট খোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুচরা বিক্রেতাদের কাছে বোতলজাত ৫ লিটার সয়াবিন তেল ৯১০ টাকার পরিবর্তে ৯২০ টাকা দরে বিক্রি করায় সারপট্রি এলাকার ডিলার আফসান এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্ব রোডের হাওলাদার ট্রেডিংকে ১২ কেজি ওজনের গ্যাস ১২১৯ টাকার পরিবর্তে ১৩৫০ টাকায় বিক্রি করায় ১০ হাজার টাকা, বাজার রোডের রুমা এন্টারপ্রাইজকে বোতলজাত সয়াবিন তেলের মূল্য বেশি রাখায় ৫ হাজার টাকা ও মাতৃভান্ডারে পণ্যের মোড়কে মূল্য না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সুমি রানী মিত্র উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host