কুয়াকাটায় বাস ড্রাইভারকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ: আগস্ট ১২, ২০২২ | ৮:০৬ অপরাহ্ণ
কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধি
কুয়াকাটায় পর্যটকদের সাথে অসদাচরণের কারনে রুদ্র-তুর্জ নামের একটি বাসের ড্রাইভারকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বেলা ১২টায় পটুয়াখালী জেলা সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট রুনাল্ট চাকমা কুয়াকাটা চৌরাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করেন।
জানা যায়, রুদ্র-তুর্জ নামের একটি বাসে বরিশাল থেকে কয়েকজন পর্যটক কুয়াকাটার উদ্দেশ্য টিকেট  কাটে কিন্তু তাদেরকে ওই বাসে বসার জন্য সিট না দিয়ে দাড় করিয়ে নিয়ে আসে এবং পর্যটকরা বসার স্থান চাইলে তাদের সাথে খারাপ আচরণ করে বাসের ড্রাইভার ও সুপারভাইজার। পরে কুয়াকাটায় পৌঁছে আইনের আশ্রয় নেন পর্যটকরা। নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার রুনাল্ট চাকমা বলেন, পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিতিদের জিজ্ঞেস করলে ঘটনার সত্যতা পাই, এছাড়াও এই বাসে অন্য যাত্রিদের সাথেও খারাপ আচরণ করা হয়েছে তাই তাঁকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়। জেলা প্রশাসকের নির্দেশে সার্বক্ষনিক পর্যটকদের সুবিধায় কুয়াকাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, পর্যটন শুরু থেকেই পটুয়াথালী-বরিশাল বাস শ্রমিকদের খরাপ আচারনসহ বিভিন্ন অনিয়মে পরিনত হয়েছে যা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে প্রচার হলেও কোন প্রতিকার আসেনি। পদ্দাসেতু চালু হবার পরপরই টনকনরছে জেলাপ্রশাসকসহ উর্ধতম কর্মকর্তাদের তাই কুয়াকাটায় একজন নিয়মিত নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন বলে এমটাই যানা গেছেন ###

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host