পিরোজপুরে ছাত্রলীগের হামলায় বিএনপির ৩০ নেতাকর্মী আহত

প্রকাশের তারিখ: আগস্ট ১২, ২০২২ | ১০:১৬ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলায় জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শেখ বদিউজ্জামান রুবেল সহ ৩০ নেতা-কর্মী আহত হয়েছে। জেলা বিএনপি’র আহবায়ক মো. আলমগীল হোসেন জানান, জ্বালানী তেলের দাম , গণপরিবহনে ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসাবে শুক্রবার (১২ আগস্ট) বিকালে পিরোজপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশ শেষে নেতা-কর্মীরা বাড়ি ফেরার কালে ছাত্রলীগের এক গ্রুপ অতর্কিত হামলা করে। হামলায় জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শেখ বদি উজ্জামান রুবেল সহ কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছে। এ সময় বিএনপি’র দলীয় কার্যালয়ের দরজা-জানালা ভাংচুর সহ কর্মসূচীতে নাজিরপুর থেকে নেতা-কর্মীদের বহন করা ৩ টি বাস ভাংচুর করা হয় বলে দাবী করেন তিনি।
পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান তালুকদার জানান, সমাবেশ শেষে সামান্য কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছ। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। শুনেছি একটি বাস ভাঙ্গা হয়েছে।
জানা গেছে, ওই দিন বিকাল ৩টার পর থেকে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনের সড়কে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র পরিচালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এলিজা জামান, এম ডি লিয়াকত আলী শেখ বাদশা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস ছালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ জেলা বিএনপি, যুবদল, স্বেছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host