‘অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে হবে’

প্রকাশের তারিখ: আগস্ট ১৩, ২০২২ | ৬:৫৬ অপরাহ্ণ

বাণী ডেস্ক।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম-বিপিএম (বার) বলেছেন, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট অভিভাবকদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষকদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শনিবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল কোতোয়ালি মডেল থানা চত্ত্বরে অনুষ্ঠিত ওপেন হাউস ডে-তে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাইফুল ইসলাম বলেন, আপনার সন্তান বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছে নিয়মিতভাবে স্কুল-কলেজে যাচ্ছে কিনা পিতা-মাতা হিসেবে এটা দেখা আপনার নৈতিক দায়িত্ব। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্কুল-কলেজে আসছে কিনা এ বিষয়ে সংশ্লিষ্ট অভিভাবকদেরকে নিয়মিতভাবে অবহিত করা। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সমন্বয়ই পারে শিক্ষার্থীদের চলার পথকে মসৃণ করতে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভুঁইঞা-বিপিএম (বার), অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালি মডেল থানা) শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার-ট্রান্সপোর্ট) সাদ্দাম হোসাইন, সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা-অ্যাস্টেট) মেহেদী হাসান,

অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা আজিমুল করিমসহ সেবা প্রত্যাশীরা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host