ঝালকাঠিতে অগ্নিদগ্ধ লঞ্চ এমভি অভিযান-১০ মালিককে ফেরত

প্রকাশের তারিখ: আগস্ট ১৪, ২০২২ | ১২:২৫ অপরাহ্ণ

ঝালকাঠিতে অগ্নিদগ্ধ লঞ্চ এমভি অভিযান-১০ মালিককে ফেরত

মালিকপক্ষ লঞ্চটি মেরামতের জন্য আদালতে আবেদন করেছিল।

গত ডিসেম্বর ঝালকাঠিতে আগুনে পোড়া এমভি অভিযান-১০ লঞ্চ মালিকপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নৌ-আদালতের নির্দেশে শনিবার লঞ্চটি ফিরিয়ে দেওয়া হয় বলে ঝালকাঠি থানার ওসি মো. খলিলুর রহমান জানান।

গত ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগলে অর্ধশত মানুষের মৃত্যু হয়। দগ্ধ ও আহত হন অন্তত ৮০ জন।

ক্ষতিগ্রস্ত লঞ্চটি ঝালকাঠি থানার জিম্মায় ছিল। দুর্ঘটনার পর থেকে শহরের সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কের পাশে লঞ্চটি রাখা হয়েছিল।

ওসি খাললুর বলেন, মেরামতের জন্য মালিকপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ জুলাই নৌ-আদালত লঞ্চটি হস্তান্তরের আদেশ দেয়। আদেশের কপি ২৬ জুলাই থানায় আসে। শনিবার এটি মালিকপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।

লঞ্চে আগুনের এ ঘটনায় চারটি মামলা হয়েছে। দুটি মামলা হয়েছে ঝালকাঠি থানায়। বরগুনার আদালতে হয়েছে একটি মামলা। আর সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে একটি মামলা হয়েছে ঢাকার নৌ-আদালতে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host