পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ

প্রকাশের তারিখ: আগস্ট ১৫, ২০২২ | ৪:২৮ অপরাহ্ণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরে এ উপলক্ষ্যে উপজেলার আঙ্গারিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও পবিত্র কুরআন শরীফ খতম করিয়েছেন। সোমবার দুপুর ১টায় এ উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, সাংগঠনিক সম্পাদক সুজন কান্তি মালী, সদস্য প্রফেসর এ বি এম মাহবুব মোর্শেদ খানসহ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে নেতৃবৃন্দ আঙ্গারিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host